
নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য এবং করোন ভাইরাস প্রতিরোধে নিজস্ব অর্থায়নে দরিদ্র অসহায় ও কর্মহীন মানুষের বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিলেন বগুড়া জেলা তাঁতী লীগের সদস্য সচিব রাশেকুজ্জামান রাজন। গতকাল শুক্রবার সকালে শহরের কৈগাড়ী পূর্ব পাড়া এলাকার দরিদ্র অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির উপ-নাট্য ও বিতর্ক বিয়ষক সম্পাদক নুর আলম লিটন। খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ৫০০গ্রাম তেল, ৫০০গ্রাম লবন ও সাবান রয়েছে। বিতরণকালে জেলা তাঁতী লীগের সদস্য সচিব রাশেকুজ্জামান রাজন বলেন, প্রতিটি বাড়ীতে পরিবারের সবাইকে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বেশি বেশি হাত ধুতে হবে। করোনা ভাইরাস এর সংক্রামনকে একটি বৈশি^ক প্রাদুর্ভাব হিসেবে ঘোষনা করেছে। তবুও করোন ভাইরাসে আতংকিত না হয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা নিজেরা সর্তক থাকলেই এ ভাইরাস বিস্তার লাভ করতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে যে সকল নির্দেশনা দিয়েছেন তা সকলেরই মেনে চলা উচিৎ। আশা করি আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মেনে চলবো। তিনি আরো বলেন, বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া করোনা ভাইরাস প্রতিরোধ করতে শহরের বিভিন্ন এলাকায় সচেতনতা মূলক কাজ প্রতিনিয়ত পরিচালনা করা হচ্ছে। তাই আসুন আমরা নিজেরা সতর্ক থাকি এবং অপরকে সতর্ক থাকতে পরামর্শ দেই। করোনা ভাইরাস থেকে মুক্ত থাকতে প্রয়োজনীয় কাজ ছাড়া ঘড়ের বাহিরে না যাওয়া শিশু, বয়োঃবৃদ্ধ, এবং বিশেষ করে নারীদের হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বেশি বেশি হাত ধোয়ার কথা বলেন। সেই সাথে এই সংকটময় মুহুর্তে সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মী ও সমাজের বিত্তবান ব্যক্তিদের নিজ এলাকার দরিদ্র মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ানোর আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন শহর যুবলীগ নেতা পারভেজ আহম্মেদ বাপ্পী, জেলা তাঁতী লীগের সদস্য ইব্রাহীম সেলিম, খাব্বাব হোসেন চৌধুরী চম্পক, সাবেক মেম্বার বেলাল হোসেন, ১৩নং ওয়ার্ড আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক ওয়াজেদ আলী লেবু, সিনিয়র সদস্য আব্দুল মান্নান সহ প্রমূখ।