নিজস্ব প্রতিবেদক
বগুড়া ডিবি পুলিশ শহরের চারমাথা এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার শিকলদারকান্দি খোশাল গ্রামের আলী মাতবর আলীর ছেলে শাহ সেলিম (৪৮) বগুড়া শহরের চারমাথা এলাকায় ইয়াবা বিক্রি করছিল।
গোপন সংবাদের ভিত্তিতে ৪ এপ্রিল সকাল সাড়ে এগারোটায় চারমাথা এলাকায় অভিযান চালায় পুলিশ। এক পর্যায়ে পুলিশ দুই হাজার পিস ইয়াবাসহ শাহ সেলিমকে গ্রেফতার করে।
এ ব্যাপারে উপ পরিদর্শক এসআই কুদ্দুস বাদী হয়ে সদর থানায় একটা মামলা দায়ের করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী জানান, গ্রেপ্তারকৃত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।