নিজস্ব প্রতিবেদক:
ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাব ও করোনা পরিস্থিতি দেশে দূর্যোগ তৈরি হয়েছে। অসহায় হয়ে পড়েছে কর্মহীম মানুষ। পাশাপাশি সংকট আর সংশয়ে দিন পার করছে নিজ দলের দুঃসময়ের কর্মীরা।
এমনসব নেতাকর্মীদের মাঝে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ অব্যহত রেখেছে বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক ছাত্রনেতা রিয়ন জোয়ার্দ্দার। নিজ অর্থায়নে সাধ্যমত সহযোগিতা চালিয়ে যাচ্ছে এই তরুন সমাজ সেবক ছাত্রনেতা রিয়ন। বৃষ্টির মধ্যে সহকর্মীদের নিয়ে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগাঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায়, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান এর উদ্যোগে বৃহস্পতিবা নগদ অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করেন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ- সভাপতি জাকির হোসেন রাকিব, সহ-সাধারণ সম্পাদক আরিফ সর্দার, সহ-সম্পাদক রাশেদ হোসেন, রাজন মাহমুদ শাহ সুলতান কলেজ ছাত্রনেতা সামিউল লিসান প্রমুখ।
নেতৃবৃন্দ দেশমাতা বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের দির্ঘায়ু কামনা করে সকলের কাছে দোআ চান।