রাকিবুল ইসলাম , ভ্রাম্যমান প্রতিনিধি:
বগুড়ার ধুনটে জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদ রানার নেতৃত্বে শাহাদাৎ হোসেন নামের এক গরীব কৃষকের ধান চারা রোপন করেছে। শনিবার উপজেলা কালেরপাড়া ইউনিয়নের রামনগর গ্রামে এ ধানের চারা রোপন করা হয়।
জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদ রানা জানায়, ধান কর্তনের সময় যেমন ছাত্রদলের কর্মীরা গরীব কৃষকের পাশে ছিলো এই করোনা কলীন সময়ে তেমনি ধানের চারা রোপনের সময়েও কৃষকের পাশে থাকার চেষ্টা করছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে এ বিশ্বাষ থেকেই শনিবার ছাত্রদলের ১০ থেকে ১২ জন নেতা কর্মী রামনগর গ্রামের গরীব কৃষক শাহাদাৎ হোসেনের ১ বিঘার মত জমিতে ধান চারা রোপন করা হয়। কৃষানের দৈনিক মুজুরী পরিশোধের সামর্থ না থাকায় নিজ গ্রামের ওই গরীব কৃষকের পাশে দাঁড়িয়েছি। ছাত্রদল নেতা কর্মীরা গরীব কৃষকসহ সাধারন মানুষের পাশে আছে এবং থাকবে বলেও জনান জেলা ছাত্রদলের সহ সভাপতি মাসুদ রানা।