রাকিবুল ইসলাম,ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে মীম আক্তার নামে (১০) এক চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। নিহত শিক্ষার্থী উপজেলার আনারপুর গ্রামের মোকতাল হোসেনের মেয়ে ও কালেরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধা ৭ টার সময় মীম আক্তারকে তার মা গৃহস্থালির কাজ করতে বলেন। তার মায়ের কথায় সে কাজ না করে খেলাধুলা করছিলো। এতে তার মা ক্ষিপ্ত হয়ে গালমন্দ কথা বলেন। মায়ের গাল মন্দ কথা তার সহ্য না হওয়ায় অভিমান করে সবার অগোচরে নিজ শয়ন ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
ধুনট থানার এসআই আকবর হোসেন জানান, নিহত মীম আক্তারের লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।