ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনটে ট্রাক চাপায় আব্দুল হামিদ আকন্দ (৫০) নামে এক মুসল্লির মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার ভোরে বগুড়া-ধুনট সড়কের নায়িান্দরপাড়া মসজিদের পাশে ।
এলাকাবাসী জানান, নান্দিার পাড়া গ্রামের আব্দুল হামিদ ধুনট -বগুড়া বাইপাস সড়কের পাশে নান্দিারপাড়া জামে মসজিদে ফজরের নামাজ আদায় করে বাড়ি ফেরার সময় বগুড়াগামী একটি ট্রাক চাপা দিলে আব্দুল হামিদ ঘটনাস্থলেই নিহত হন।
ধুনট থানার অফিসার ইনাচর্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে আব্দুল হামিদের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।