রাকিবুল ইসলাম , ধুনট:
বগুড়ার ধুনটে তুলা কারখানায় অগ্নিকান্ডে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টায় উপজেলার গোসাইবাড়ী ঈদগাহ মাঠের পাশে এ অগ্নকান্ডের ঘটনা ঘটে।
ধুনট ফায়ার ষ্টেশন কর্মকর্তা আতাউর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, গোসাইবাড়ী এলাকার মৃত সাহেব বাবুর ছেলে শহিদুল ইসলামের ২টি টিন সেড ঘড় ভাড়া দেয়া ছিলো। একটিতে সারিয়াকান্দি উপজেলার ইলিয়াস উদ্দিন তুলার কারখানা ও অপরটিতে লালমুনিহাট জেলার আলমগীর হোসেন কাপড় কিনে গেঞ্জি তৈরীর কাজ করতো। ঘটনার দিন রাতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আকস্মিক ভাবে ওই দুই ঘড়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাত ১০.৪০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এঘটনায় ভাড়াকৃত ওই দুই টিনসেড ঘড়ের পাশে থাকা আরো একটি একটি ওয়াল করা টিনসেড ঘরের আংশিক মালামাল পুড়ে যায়। এ ঘটনায় প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধুনট ফায়ার স্টেশন কর্মকর্তা তথ্য দিয়ে নিশ্চিত করে।