ভ্রাম্যমান প্রতিনিধি:
বগুড়ার ধুনটে দিনের বেলায় বাসা থেকে মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে উপজেলার অফিসার পাড়া এলকার বেলাল হোসেনের বাসায় এ চুরির ঘটনা ঘটে। বেলাল হোসেন মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ধুনট শাখার ইনচার্জ ও ওই এলাকার মৃত দিরাজ উদ্দিনের ছেলে।
বেলাল হোসেন জানান, ঘটনার দিন দুপুরে তার ডিসকোভার ১০০ সিসি মোটরসাইকেলটি রেখে দেয়। পরে অনুমানিক দুপুর আড়াইটার দিকে সে বাসা থেকে বের হয়ে তার (বগুড়াঃ হ ১৩-৯৭২৯) নম্বর প্লেট বিশিষ্ট মোটরসাইকেলটি দেখতে পায়নি।
পরে ধুনট থানায় মোটরসাইকেল চুরি সংক্রান্ত বিষয়ে একটি অভিযোগ করে বলেও জানান মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ধুনট শাখার ইনচার্জ বেলাল হোসেন।