রাকিবুল হাসান, ধুনট বগুড়া প্রতিনিধি
বগুড়ার ধুনটে জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে ধুনট উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বাংলাদেশের আলো পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি রাকিবুল ইসলামের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে কেক কাটেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত।
এসময় জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার ধুনট উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক সমকাল প্রতিনিধি গিয়াস উদ্দিন টিক্কা, ধুনট পুরাতন প্রেস ক্লাবের সভাপতি কামরুল হাসান আনছারী (আমাদের নতুন সময়), সহসভাপতি আরিফুর রহমান (নতুন খবর), সাধারন সম্পাদক মনিরুজ্জামান (দুরন্ত সংবাদ), সাংবাদিক আনোয়ার হোসেন (গণকন্ঠ), ইমরুল কায়েস ঝিনুক (খোলা কাগজ), কারিমুল হাসান লিখন (আমার সংবাদ), জিল্লুর রহমান (বিডি নিউজ ফাষ্ট.কম)সহ স্থানীয় বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।