রাকিবুল ইসলাম , ধুনট( বগুড়া ):
বগুড়ার ধুনটে হাসিলা খাতুন (৪১) নামে এক বিধবার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার সকালে তার বাবার বাড়ির অদুরে একটি ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে। হাসিলা খাতুন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ঘুগরাপাড়া গ্রামের শুকরা মন্ডলের মেয়ে।
জানা যায়, স্বামী আজাহার আলী মারা যাওয়ার পর দীর্ঘদিন থেকে হাসিলা খাতুন ঘুগরাপাড়া গ্রামে বাবার বাড়িতে থাকেন। তার একমাত্র ছেলে হাসেম আলী বিয়ে করে অন্যত্র সংসার গড়েছেন। বিধবা হাসিলা খাতুন সারা দিন গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়ে মানুষের নিকট থেকে অর্থিক সাহায্য ও সহযোগিতা নিয়ে জীবিকা নির্বাহ করতেন। দিন শেষে রাতে বাবার বাড়িতে রাত্রী যাপন করতেন।
প্রতিদিনের ন্যায় সোমবার সকালের দিকে জীবিকার তাগিদে বাবার বাড়ি থেকে বের হয়ে যান। রাতে তিনি আর বাড়ি ফেরে নাই। মঙ্গলবার সকালের দিকে হাসিলা খাতুনের বাবার বাড়ির অদুরে একটি ধান ক্ষেতের ভেতর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগালো অবস্থায় তার মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানা পুলিশ।
নিহতের ছেলে হাসেম আলী বলেন, বিয়ে করে মাকে ছেড়ে পাশ্ববর্তী গ্রামে ঘর সংসার করছি। সকালে কে বা কাহারা আমার মাকে শ্বাষরোধ করে হত্যা করেছে এমন সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসেছি। তাকে শ্বাসরোধ করে হত্যার পর ধানক্ষেতে ফেলে রেখে গেছে বলে ধারনা করছে স্থানীয়রা।
বগুড়া জেলা অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হত্যাকান্ডের ঘটনায় আইনী কার্যক্রম চলছে। হত্যাকান্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা বলেন, সংবাদ পেয়ে হাসিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই হত্যা কান্ডের কারন জানা যাবে। আইনী প্রক্রিয়ায় আমাদের তদন্ত অব্যহত রয়েছে।