ধুনট (বগুড়া ) প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পিরহাটি গ্রামের মৃতঃ নাজিন উদ্দিনের ছেলে বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম চাঁন (৬৫) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজেউন। শনিবার দুপুর ১২টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত, সহকারী কমিশনার (ভ‚ম) আব্দুল্লাহ আল রনী, ধুনট থানার অফিসার ইনচার্জ কৃপা সিন্ধু বালা, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশা, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম, সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রমূখ।