বগুড়ার ধুনটে গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে নির্মিত ১০১টি ঘর পরিদর্শন করেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক। রবিবার বিকেলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের সরকারী সম্পত্তিতে নির্মিত এ ঘর গুলো পরিদর্শন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্ত, ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসিন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা,ধুনট প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিমসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যগন উপস্থিত ছিলেন।