ধুনট (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার ধুনট পৌর এলাকায় গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ১কোটি ২২লাখ টাকা ব্যয়ে আরসিসি সড়ক নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেল ৫টার দিকে ধুনট বাজার সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে পৌরসভার পশ্চিম ভরনশাহী গ্রামের গোলাম হোসেন মন্ডলের বাড়ি পর্যন্ত সড়ক নির্মান কাজের উদ্বোধন করা হয়।
সড়ক নির্মান কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি ধুনট পৌর সভার মেয়র এজিএম বাদশাহ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধুনট পৌরসভার কাউন্সিলর রনজু মল্লিক, বাবুল আকতার বাবু, কার্যসহকারী মাহমুদুল ইসলাম টুকু, ঠিকাদার বদরুল হাসান আগা, ব্যবসায়ী নজরুল ইসলাম, আইয়ুব আলী ও সমাজসেবক তোতা মিয়া প্রমুখ।