মোঃরাকিবুল ইসলাম, ভ্রম্যমান প্রতিনিধ:
বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নে ২২৮ জন দুস্থ মহিলাদের মাঝে ভিজিডি কার্ডের এপ্রিল
ও মে এই দুই মাসের পুষ্টি সমৃদ্ধ চাল বিতরণ করা হয়েছে।
বুধবার ১০ টা থেকে কান্তনগর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে থেকে এই চাল। ২২৮ জনের বাড়িতে পৌঁছে দিয়েছে গ্রাম পুলিশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ট্যাগ অফির্সার অরুন কুমার দেবনাথ, কালের পাড়া ইউনিয়নের পরিষদের সচিব জানে আলম খোকন,ইউনিয়নের উদ্যোক্তা কবির বকুল,
ইউপি মহিলা সদস্য জবা খাতুন,মোছাঃচায়না খাতুন,মোছাঃসাজনী খাতুন,মোঃশাহজাহান আলী,মোঃনজরুল ইসলাম,মোঃউজ্জল প্রাং, মোঃআব্দুল হান্নান,মোঃসাইফুল ইসলাম,মোঃরফিকুল ইসলাম, ও ১ নম্বর ওয়ানডে যুবলীগের সাধারণ সম্পাদক শিপন,
প্রমুখ।
উল্লেখ্য প্রতিজন দুস্থ মহিলাদের মাঝে ৩০ কেজি ওজনের ২ বস্তা ৬০ কেজি চাল। পুষ্টি সমৃদ্ধ চাল দেওয়া হয়।