ভ্রাম্যমান প্রতিনিধি:
বগুড়ার ধুনট থানার এএসআই জাব্বরের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। থানার হল রুমে অনুষ্ঠিত হয়। শুক্রবার রাতে ৯ টায় ধুনট থানার অফিসার্স ইনচার্জ কৃপা সিন্ধু বালা তাকে বিদায়ী সংবর্ধনা দেন।
এসময় উপস্থিত ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, এসআই নুরুজ্জামান সরদার, প্রদীপ কুমার বর্মন, রুহুল আমীন, আকবর আলী, আব্দুর রাজ্জাক, সাংবাদিক মাসুদ রানা, জিল্লুর রহমান, ফজলে রাব্বী শুভ।
উল্লেখ্য, এএসআই আব্দুল জাব্বার ২০১৮ সালের ১৫ আগস্ট ধুনট থানায় যোগদান করেন। তিনি প্রায় ২ বছর ধুনট থানায় সন্ত্রাস মাদক বিরোধী ও আইন শৃঙ্খলায় রক্ষায় যথেষ্ট ভূমিকা পালন করেন। এর আগে তিনি শেরপুর থানায় কর্মরত ছিলেন।