বিনোদন ডেস্ক: নতুন পরিচয়ে আসছেন অভিনেত্রী-নৃত্যশিল্পী চাঁদনী। প্রথমবারের মতো একটি মৌলিক গান গাইছেন বলে জানান তিনি। এরইমধ্যে গানটির কথা ও সুরের কাজ শেষ করেছেন। গানটি লিখেছেন তার মা ফাতেমা বেগম। এটির সুর ও সংগীত পরিচালনা করছেন ‘রক চাইল্ড’ ব্যান্ডের ফারহান আহমেদ। চাঁদনী বলেন, গানটির কথা ও সুরের কাজ শেষ হয়েছে। কিছুদিনের মধ্যে ভয়েস দেয়ার ইচ্ছে আছে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হলেই গানটি নিয়ে এগুতে পারবো।
এদিকে এই অভিনেত্রী সম্প্রতি নিজের নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন বলেও জানান। এই চ্যানেলে তার নিজের নাচ ও বিভিন্ন বিনোদনমূলক ভিডিও আপলোড করবেন। লকডাউনের কারণে সবার মতো চাঁদনীও এখন ঘরবন্দি। তাই এবার ঈদে কোনো চ্যানেলের জন্য নাচের অনুষ্ঠান করতে পারেন নি।
তবে এ নিয়ে তার কোনো আফসোস নেই বলে জানান তিনি। তার ভাষ্য, করোনা ভাইরাসে প্রতিদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই সময়ে কাজের চেয়ে আগে জীবনকে প্রাধান্য দিতে হবে। তাই ঘরে থাকাই নিরাপদ সবার জন্য।