স্টাফ রিপোর্টার:
বগুড়ার নন্দীগ্রামে গত ০৯ই সেপ্টেম্বর বেলা ১১টায় নন্দীগ্রাম স্থানীয় বাসষ্ট্যান্ডে সদ্য দায়িত্ব প্রাপ্ত উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহকারী অধ্যাপক মো. আজিজুর রহমান (৬৪) কে মারপিট ও লাঞ্চিত করায় থানায় মামলা হয়েছে।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সদ্য দায়িত্ব প্রাপ্ত উপজেলা আওয়ামীলীগের সভাপতি সহকারী অধ্যাপক আজিজুর রহমান বগুড়া থেকে বাস যোগে নন্দীগ্রাম বাসষ্ট্যান্ডে নামলে নন্দীগ্রাম কলেজপাড়ার সামছুর রহমানের ছেলে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা (৪৫) কে হুকুমের আসামী করে আরো ৬ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।
মামলার অন্যান্য আসামীরা হলেন, নন্দীগ্রাম কলেজপাড়ার হারেজের ছেলে আবু হুরাইরা আকাশ (২২), ইব্রাহিমের ছেলে রিপন (২৪), নন্দীগ্রাম কচুগাড়ীর মৃত আফতাব আলী ছেলে রাব্বী (২২), সাদেকুল (২৪) পিতা-অজ্ঞাত, কাথম পূর্বপাড়ার মোঃ ইউসুব আলী ছেলে মোঃ মনজু (২৩), মোঃ বাদশা মিয়ার ছেলে হাবিবুর রহমান (২৫)সহ আরো অজ্ঞাত নামা ১০/১২ জনের নামে মামলা দায়ের করা হয়।
এব্যাপারে থানার সেকেন্ড অফিসার আঃ রহিমের সাথে যোগাযোগ করলে তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেন।