নিজস্ব প্রতিবেদক:
বগুড়ার নন্দীগ্রামে ২৪ জুন সকাল ১০ টায় নন্দীগ্রাম উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর জীবনমান উন্নয়নে চলতি ২০১৯-২০২০ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, ঢেউটিন, নগদ অর্থ, ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী, কৃষি কাজের জন্য পাওয়ার টিলার চিকিৎসা সহায়তা বিতরণ অনুষ্ঠানে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (বগুড়া) সালাহ উদ্দিন আহম্মেদ। ঐ সময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, ২ নং ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল বারী বারেক প্রমুখ।