নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে বালু বোঝাই ট্রাক চাপায় নিহত মা-মেয়ের পরিবারকে খাদ্য সহায়তা ও আর্থিক অনুদান প্রদান করেছেন, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রানা।
রবিবার (১০ মে) দুপুর ১২ টা দিকে তিনি নিহতের বাড়িতে গিয়ে তাদের পরিবারের খোঁজ খবর নেন। এবং ওই পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুকুল হোসেন, আওয়ামী লীগ নেতা ফেরদৌস আলীসহ দলীয় নেতা-কমীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (৯ মে) ভোররাতের দিকে বালু বোঝাই (ঢাকা-মেট্র-১৮-৬৬৩৫) ট্রাকটির চালক দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি ওমরপুর সড়কপাড়ার দিনমজুর হেলালের ঘরে ঢুকে পড়ে। এসময় ঘুমন্ত অবস্থায় ট্রাকের চাপায় হেলালের নানী ও মা মারা যায়।