নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রামে গত ২৪শে আগষ্ট বেলা ১১টা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের হলরুম ভদ্রাবতীতে নবাগত বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক এর সাথে জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, গণমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাগত জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। মতবিনিময় সভায় অন্যাদের মধ্যে উপস্থিতছিলেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহš-, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা এলএলবি, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির, কৃষি অফিসার আদনান বাবু, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা. অরুনাংশু মন্ডল, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেয়াজ, সমাজসেবা অফিসার আঃ মোমিন, পরিবার পরিকল্পনা অফিসার শারমিন জাহান বিউটি, মহিলা বিষয়ক অফিসার খালেদা ইয়াসমিন, ইউপি চেয়ারম্যান প্রভাষক আঃ বারী বারেক, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সভাপতি আঃ বারিক, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া লিটন প্রমুখ।