নিজস্ব, প্রতিবেদক:
বগুড়ার নন্দীগ্রামে বজ্রপাতে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, ২৭ জুলাই সকাল আনুমানিক সাড়ে ৯ টায় নন্দীগ্রাম পৌরসভার ৩ নং ওয়ার্ডের বৈলগ্রাম পূর্ব মাঠে আমন ধান রোপনের সময় নাটোর জেলার সিংড়া উপজেলার ১২ নং রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বাঁকাইকুড়ি গ্রামের আবু হানিফের ছেলে সাদ্দাম হোসেন (২৫) বজ্রপাতে মারা যায়। বৈলগ্রাম শুকুরের বাড়িতে সে কৃষি শ্রমিক হিসেবে আমন রোপনের কাজ করতে এসেছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন, ৩ নংওয়ার্ড কাউন্সিলর মো. আলী হাসান।