নিজস্ব প্রতিবেদক :
“বিট পুলিশিং সফল করি, সুখি নিরাপদ সমাজ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা কার্যালয়ে গত ১৭ই আগষ্ট বেলা ১১টায় নন্দীগ্রাম পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে ৭,৮ ও ৯নং ওয়ার্ডের বিট পুলিশিং অফিস উদ্বোধন করেন নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহম্মদ শওকত কবির।
ওই সময় উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম পৌরসভার সচিব আব্দুল বাতেন, পৌর কাউন্সিলর মোঃ জালাল উদ্দিন, আনোয়ার হোসেন, বেলায়েত হোসেন আদর, আলী হাসান, আব্দুর রশিদ, বিট পুলিশিং এর দায়িত্বপ্রাপ্ত অফিসার এস,আই রেজাউল করিম, সহকারী বিট অফিসার এ,এস,আই মোঃ মানিকুল্লাহ প্রমুখ। উল্লেখ, পুলিশি সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার জন্য বিট পুলিশিং অফিস স্থাপন করা হয়।
নন্দীগ্রাম উপজেলায় ৫টি ইউনিয়ন ও পৌরসভায় বিট পুলিশিং অফিস স্থাপিত হয়েছে।