স্টাফ রিপোর্টার,নন্দীগ্রাম (বগুড়া):
আজ সোমবার বিকেলে বগুড়ার নন্দীগ্রামে ১নং বুড়ইল ইউনিয়নের দোহার গ্রামে দাদা ভাই সেলিম অটো রাইচ মিলে পাটজাত পণ্য ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
জানা গেছে, বগুড়ার নন্দীগ্রামে চালের চড়া দাম রোধ ও মজুদ ঠেকাতে বাজার মনিটরিং শুরুর অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম উক্ত অটো রাইচ মিলে পাটজাত পণ্যের পরিবর্তে প্লাস্টিকের ব্যবহার করায় উক্ত অটো রাইচ মিলে এই জরিমানা করেন। এসময় তাকে সহযোগিতা করেন, নন্দীগ্রাম থানার এসআই সুবোধ চন্দ্র, ভূমি অফিসের নাজির আবু সাঈদ হেলাল। উল্লেখ্য, পাটজাত পণ্য ব্যবহার ও চালের বাজার মনিটরিং করতে এই অভিযান পরিচালনা করা হয়।