
নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলেছে। থমকে গেছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা । সমাজের নিম্ন¥বিত্ত সাধারণ খেটে খাওয়া মানুষগুলো পড়েছে নানা বিপত্তিতে । ভয়াবহ এ মরণব্যাধি দ্রুত ছড়িছে পড়ায় শংকিত বিশ্ববাসি । বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলো আতংক আর দু চোখে ভয় নিয়ে দূর্যোগ মোকাবেলায় চেস্টা করছে। এরই ধারাবাহিকতায় বগুড়া শহরের মালতীনগরে বিভিন্ন বস্তিতে অসহায় এসব মানুষের পাশে বিভিন্ন সংকটময় মূর্হুতে বরাবরই ব্যক্তি উদ্যোগে পাশে দাঁড়ান বগুড়া জেলা যুবদলের সাবেক সভাপতি ও বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডের ৪বারের নির্বাচিত সফল কাউন্সিলর সিপার আল-বখতিয়ার। করোনা সংক্রমন রোধে নিজ এলাকাবাসিকে সচেতন করার পাশাপাশি ২ হাজার পরিবারের মাঝে ইতিমধ্যে মাস্ক ও সাবান বিতরন করেছেন। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত নিজস্ব অর্থায়নে ১০ টন চাল সহ নিত্য প্রয়োজনিয় ত্রাণসামগ্রী বস্তি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেন। এসময় তিনি বলেন, সমাজের যার যা সামর্থ আছে তাই নিয়ে মানুষের সেবায় এগিয়ে আসতে হবে। সমাজের অনেক বিত্তবানদের ধন সম্পদ আছে কিন্তুু মানুষের সেবা করার মতো সুযোগ অনেকেরই হয় না।মানুষের সেবার মধ্যে দিয়ে আত্মতৃপ্তি পাওয়া যায়। তাই নিজে ও পরিবারকে নিয়ে বাচাঁর চেষ্টা না করে সমাজের সবাইকে নিয়ে বাচাঁর চেস্টা করাটাই আসল পাথেয়। জীবনের এই সংকটময় মুহুর্তে সবাই কাধে কাধ মিলিয়ে জনসেবা করি। চাল বিতরণ কালে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, শহর যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা মাসুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আহম্মেদ বিন বিল্লাহ শান্ত, আবু তালেব জালাল, রঞ্জন সরকার, এস,এম আলাল, রাজিব , মমিন প্রমূখ।