খালিদ বিন সাঈদ
করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য বগুড়া সরকারি আজিজুল হক কলেজের কর্মচারিদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়েছে। গতকাল সোমবার কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ নিজ উদ্যোগে বিতরণ করেন।
করোনভাইরাস প্রতিরোধে রউফ তিন হাজার হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে সাধারণ মানুষের পাশাপাশি কলেজের কর্মচারীদের মাঝে বিতরণ করছেন। এ ছাড়াও মাস্ক, সাবান বিতরণ ও হাত ধোয়ার ব্যবস্থাও করে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সোমবার চতুর্থ দিনে কলেজের কর্মচারীদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার ও ম্যাস্ক বিতারণ করা হয়।
বিতরণের সময় আব্দুর রউফ জানান, জাতি আজ করোনা ভাইরাসের কারণে সংকটে। আর এই সংকটে বাংলাদেশ ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী হিসেবে সবার পাশে থাকতে চাই। প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্ব এক সঙ্কটময় সময় অতিক্রম করছে। এই ভাইরাসের মহামারী প্রতিরোধের আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় করণীয় সম্পর্কে পরামর্শ দিয়েছেন।