বিনোদন ডেস্ক: করোনা ভাইরাসের দুর্যোগ মোকাবিলায় অর্থ সংগ্রহ করতে নিলামে তোলা হচ্ছে তারকাদের মূল্যবান সংগ্রহ। তারই ধারাবাহিকতায় আজ রাত এগারোটায় নিলামে উঠছে কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরীদির ব্যবহৃত চশমা, যার ভিত্তি মূল্য ধরা হয়েছে ১ লাখ টাকা।
‘অকশন ফর অ্যাকশন’ নামের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। নিলামের উদ্যোগ নেওয়া ফেসবুক পেজটিতে বলা হয়, আমরা ভাগ্যবান আমাদের সময়ে উনাকে পেয়েছিলাম। এই ক্ষণজন্মা মানুষটি এখন আমাদের মাঝে না থাকলেও তার কালজয়ী কাজগুলো যুগ যুগ ধরে টিকে থাকবে আমাদের অনেক পরের জেনারেশান পর্যন্ত। আমাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তার পরিবার এগিয়ে এসেছে তার সবচেয়ে বহুল ব্যবহৃত চশমাটি নিয়ে, আমরা কৃতজ্ঞ তার পরিবারের কাছে। প্রসঙ্গত, এর আগে নিলামে ক্রিকেটার সাকিব আল হাসানের ব্যাট বিক্রি করা হয় ২০ লাখ টাকা। এছাড়া সংগীতশিল্পী তাহসানের প্রথম অ্যালবামের মাস্টার কপি বিক্রি করা হয়েছে সাত লাখ টাকা।