
নিজস্ব প্রতিবেদক, পশ্চিম বগুড়া সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির মৃত সদস্য’র পরিবারকে এককালীন অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (২৯মার্চ ) বেলা সাড়ে ১২ টায় শহরের নিশিন্দারা মধ্যপাড়ায় সদ্য প্রয়াত সদস্য আজগর আলী পিয়ালের স্ত্রী রুনা’র হাতে নগদ টাকা তুলে দেয়া হয়। সমিতির সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক এরশাদ শেখ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা প্রদান করেন। এসময় সমিতির সি: সহ-সভাপতি সহিদুল ইসলাম কবিরাজ, যুগ্ম সম্পাদক বাবর আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম রিপন, আইনুল হক, রেজাউল করিম রেজা, পিলু সরদার, শরিফুল ইসলাম শরিফ, লিটন আহম্মেদ, রুহুল আমিন পাইকার, গোলাম নাসের লিমন, প্রয়াত সদস্য পিয়ালের বাবা মহিদুল ইসলাম খোকা, পরিবারের সদস্য সাইদুল হক, আফজাল হোসেন, জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রয়াত পিয়াল (২৬) সমিতির নিয়মিত সদস্য ছিলেন। শনিবার বিকেলে বগুড়া সদর উপজেলার বড়কুমিড়ার বিএড কলেজের পিছন থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা করে পুলিশ। তার সিএনজি চালিত অটোরিক্সা পাওয়া যায়নি। আজ রবিবার বাদ যোহর মরহুমের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়েছে।