
নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস এর সংক্রামনকে একটি বৈশি^ক প্রাদুর্ভাব হিসেবে ঘোষনা করেছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতাকর্মী বিত্তবান ব্যক্তিদের নিজ এলাকার জনগণের পাশে থাকার আহবান জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী শাজাহানপুর উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক বাদশা আলমগীর তার সামর্থ অনুযায়ী বুধবার (১ এপ্রিল) ১০০ পিস হ্যন্ড গ্লাভস তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন ছান্নুর হাতে।
যুবলীগ নেতা বাদশা আলমগীর বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে যে সকল নির্দেশনা দিয়েছেন তা সকলেরই মেনে চলা উচিৎ। আমার সামর্থ অনুযায়ী দেশের সেবায় সবসময় পাশে থাকতে চাই।
তিনি আরো বলেন, নিজ নিজ এলাকায় মানুষদের সচেতন করার পাশাপাশি বিত্তবানদের এই দুর্যোগ সময়ে এগিয়ে আসার আহবান জানান।