বগুড়া প্রতিনিধি
বগুড়া শাজাহানপুরে আশেকপুর ইউনিয়নে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগে সারাদেশে ১ কোটি নিম্ন আয়ের পরিবারকে ভূর্তকি মূল্যে টিসিবি’র পণ্য সরবরাহ কর্মসূচী শুরু হয়েছে।
বগুড়ার শাজাহানপুর উপজেলায় ৯টি ইউনিয়নের মোট ৬ হাজার ৫৫টি পরিবার মধ্যে টিসিবি পণ্য সরবরাহে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ,মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা ও আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম সহ আরো অনেকে ।
ভূর্তকি মূল্যে টিসিবির পণ্য পেয়ে খুশি হতে দেখা গেছে নিম্ন আয়ের সুবিধাভোগীদের।