শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এডিট করে ভিডিও গান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট দেয়ায় বগুড়ার শাজাহানপুরে রবিউল ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত কিশোর উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ উত্তরপাড়ার গোলাম মোস্তফার ছেলে। সে বগুড়া শহরের রেইনবো কমিউনিটি হসপিতাল এন্ড ডায়াগোনস্টিক নামে একটি ক্লিনিকের পিয়ন পদে চাকরী করে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে গ্রেপ্তারকৃত রবিউল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামিম আহমেদ জানান, গ্রেপ্তারকৃত কিশোর রবিউল ইসলাম তার ফেসবুক আইডিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এডিট করে মানহানিকর, আক্রমনাত্মক, মিথ্যা, অপমান জনক ভিডিও গান তৈরী করে পোষ্ট দেয়।
এঘটনায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম গাউজ লিমন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর বুধবার দুপুরে আসামী রবিউল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে তার ব্যবহৃত মোবাইল সেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল ইসলাম স্বীকারোক্তীমুলক জবানবন্দি দিয়েছে।
শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।