সুমন সরদার
২১ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ব্রাজিলসহ ৯ জনকে গ্রেফতার করেছে বগুড়া সদর থানা পুলিশ।
ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিকালে এসময় তাদের অত্যাধুনিক চাকুসহ হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ।
ব্রাজিল শহরের গোদারপাড়া এলাকার শাহজাহান আলী ওরফে কালুর ছেলে।
৭ মামলার পলাতক আসামি সেউজগাড়ী এলাকার রেজাউল করিমের ছেলে সাব্বির, এছাড়াও মোস্তফা, রিপন, আল আমিন, মাহমুদুল, জাহিদুলসহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
আগামী ২৮ ফেব্রুয়ারী চতুর্থ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া পৌর সভার নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সেজন্য বগুড়া জেলা পুলিশ ২০০ সন্ত্রাসীর তালিকা করেছে। ইতিমধ্যে শহর ও শহরতলীর বেশ কিছু সন্ত্রাসীদের পুলিশ গ্রেফতার করেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃত আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।