মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বগুড়া সদর থানা পুলিশ দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছেন।
শহরের অভিজাত এলাকায় উপশহরের ১৩ নম্বর রোডের ৬ নম্বর বাসা, জনৈক তাহেরুল ইসলাম এর বাসার নিচতলার ভাড়াটিয়ার শয়ন ঘরে অভিযান চালিয়ে ৮১৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
এস.আই শরিফুল ইসলাম, এ.এস.আই রফিকুল ইসলামসহ সঙ্গীয় টীম শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন বগুড়া শেরপুর থানার ধনকুন্ডি বাবু পাড়ার সরকার বাড়ির মৃত রফিক-উল-হক সরকারের মেয়ে আরিফিন হক সরকার সেতু (২৮) এবং লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর এলাকার হাজী শহিদুল্লাহ মাস্টারের ছেলে ইকবাল হোসেন (৪৩)।
সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর, দৃষ্টি২৪ ডটকমকে জানান, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।