নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় শেফা স্মার্ট হাসপাতাল এবং এঞ্জেল ডায়াগনোস্টিক সেন্টারে ২৪ ঘন্টা করোনা ভাইরাস সংক্রমন রোধে অত্যাধুনিক জীবাণুমুক্তকরণ সরঞ্জাম সংযোজন করা হয়েছে।
এ লক্ষ্যে করোনাভাইরাস মুক্তকরণে ডিসইনফেকশন অটোমেটিক বুথ চালু করা হয়েছে । এছাড়াও হাপসপাতালে আগন্তুকদের ১ মিটার দুরে থেকে শরীরের তামাত্রা পরিমাপের জন্য সার্বক্ষনিক ইনফ্রারেড থার্মোমিটার ব্যবহৃত হচ্ছে ।
এর আগে বগুড়ার এই বেসরকারি হাসপাতালের চিকিৎসক,সেবিকা এবং কর্মীদের জন্য পিপিই, হ্যান্ডগ্লোভস, সার্জিক্যাল মাস্কসহ সব ধরনের নিরাত্তামুলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল মান্নান জানান,করোনাকালীন সময়ে শেফা স্মার্ট হাসপাতালে সার্বক্ষনিক টেলিমেডিসিন সিস্টেম চালু করা হয়েছে। এর ফলে যে কোন সময় যে কোন সমস্যায় নিজ বাড়িতে থেকেই রোগীরা কাংখিত চিকিৎসকের সেবা গ্রহণ করতে পারছেন।