বগুড়ার সোনাতলায় মানবিক বাংলাদেশ সোসাইটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার সকালে সোনাতলার চরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবিক বাংলাদেশ সোসাইটির সোনাতোলা উপজেলা শাখার আহ্বায়ক বিশিষ্ট ব্যবসায়ী ও চরপাড়া ইউনিয়ন এর সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদ প্রার্থী জাহিদুল ইসলাম (জাহিদ)।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হক গ্রুপের চেয়ারম্যান ও মানবিক বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা আদম তমিজী হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাতলা উপজেলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নবীন আনোয়ার কমরেড, আব্দুল ওয়াহেদ অধ্যক্ষ বয়রা কারিগরি স্কুল এন্ড কলেজ, সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা ছাত্রলীগ তাজমিলুর রহমান তমালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ১০০০ অসহায় দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি।
প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর আগে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শ্লোগানে শ্লোগানে মুখরিত করে মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।