একে আজাদ:
আজ ২৩ এপ্রিল সকাল ১০ টা থেকে বগুড়া শহরে চালু হলো ‘ডোর টু ডোর’ এর কার্যক্রম।
জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুইয়া এই কার্যক্রের উদ্বোধন করেন।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কাঁচাবাজারের ভ্রাম্যমান ২২ টি টিম (প্রাথমিক ভাবে) পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে অবস্থান শুরু করেছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাড়ি বাড়ি মালামাল সরবারহ চলবে।

বাজার মূল্যের চেয়ে কম দামে, যাতায়াত খরচ ছাড়াই আপনি সামাজিক দূরত্ব নিশ্চিত করে ঘরের দরজা থেকেই ক্রয় করতে পারবেন এসব সদাই! আপনাকে যেতে হবে না, দোকান আপনার বাড়ি।
পুলিশ সুপার আলী আশারাফ ভুইয়া বলেন, আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে! বগুড়ায় আজ নতুন করে সাত জন করোনায় আক্রান্ত রোগি সনাক্ত হয়েছে। আরো ভাববার বিষয় আক্রান্ত সাত রোগি জেলার সাত উপজেলার বাসিন্দা।
তাই পরস্পরের সম্মিলিত প্রচেষ্টার একটি —- ‘ডোর টু ডোর সপ’ চালু করা হলো।
তিনি বগুড়াবাসি উদ্দেশ্য করে বলেন, আপনার ঘরে থাকা নিশ্চিত করতে আমরা এর বাইরেও যদি কিছু প্রয়োজন হয় (মাছ,মাংস,ওষুধ ইত্যাদি) হট লাইনে কল (০১৯৫১৮০০৫০০) করুন পৌঁছে দেবো আমরা। হেঁটে বা সাইকেলে যাতায়াত খরচ লাগবে না।
তারপরেও অনুরোধ শুধুমাত্র বাজার দেখতে ভীড় করবেন না দয়া করে।