
করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য বগুড়ায় হ্যান্ড ওয়াশিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। জাতীয় শ্রমিক লীগ শহর শাখা (দক্ষিণ) এর আহবায়ক আনন্দ কুমার দাস এর নিজস্ব অর্থায়নে চেলোপাড়া সার্বজনীন কালিমন্দির কমিটির তত্বাবধানে মন্দির এর সামনে করোনা ভাইরাস প্রতিরোধে ৬নং ওয়ার্ডবাসীর জন্য গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ হ্যান্ড ওয়াশিং সেন্টারের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বাবু প্রদীপ কুমার রায়। এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহহেল কাফী তারা, পৌর আওয়ামী লীগ নেতা বিধান সিংহ, নির্মল চন্দ্র দাস, ইনছান আলী, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মাদ আলী শান্ত ও মিরাজ সহ প্রমূখ। খবর বিজ্ঞপ্তির