রাকিবুল ইসলাম,ধুনট বগুড়াঃ
বগুড়ার ধুনট থানা পুলিশের আয়োজনে চিকাশি বিট পুলিশংকার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল৫ টায় উপজেলার চিকাশি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠাত হয়।
চিকাশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল কাদির শিপনের সভাপতিত্বে ধুনট থানা কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মহন্ত,ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, ধুনট থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি জনাব গোলাম সোবহান,সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বাহাদুর আলী, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক শাহাদৎ হোসেন,যুগ্ন সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামরুল হাসান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফি, ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কাদের জিলানী, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার। প্রমুখ