শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশের আয়োজনে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে সাড়ে ৪ টায় থানার অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার নবাগত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
সভায় বিশেষ অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফয়সাল মাহমুদ। থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সার্বিক ব্যবস্থাপনায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নান্নু খান, কৈগাড়ী পুলিশ ফাঁড়ি ইনচার্জ সৈকত, থানার এস আই শামিম হোসেন, এস আই আরিফ হোসেন, এস আই সোহেল রানা, এস আই মিজানুর রহমান, এস আই হাফিজ সহ থানার সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।