নিজস্ব প্রতিবেদকঃ
করোনা ভাইরাস এর প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টার দিকে শহরের ঠনঠনিয়া পশ্চিম পাড়া মনির উদ্দিন সাদিক দারুস সুন্নাহ হাফেজিয়া দ্বীনিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বগুড়া পৌরসভার ১২নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার কর্মহীন ও নিম্ন আয়ের ১০০ পরিবারের মাঝে চাল ও আলু বিতরণ করেন অত্র ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রহিম প্রামানিক।
বিতরণকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত উপহার সামগ্রী দেশের ক্লান্তিলগ্নে প্রতিটি এলাকায় কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে এই বিতরণ অব্যাহত থাকবে। এসময় তিনি সামাজিক দুরত্ব বজায় রাখার কথা বলেন এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার পরামর্শ দেন। উপস্থিত ছিলেন এরুলিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক আবু হুরাইয়া, নুর আলম নয়ন, রতন গাজী, আব্দুল আজিজ, আব্দুর রশিদ সাল্লু, পরাগ, মোসলেম উদ্দিন সবুজ ও মামুনুর রশিদ পেস্তা সহ প্রমূখ।