নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৮’শ পিচ ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক করেছে।
রবিবার দুপুরে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে ২৯ আগস্ট শনিবার সন্ধ্যা পোনে ৭টার দিকে নন্দীগ্রাম থানাধীন ওমরপুর গ্রাম হইতে ১’শ পিচ ইয়াবাসহ ১ জন ও অন্যদিকে অপর একটি গোয়েন্দা টিম ৩০ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে সময় বগুড়া সদর থানাধীন নিশিন্দারা ফকিরউদ্দিন স্কুলের প্রধান গেটের সামনে অভিযান পরিচালনা করে ১হাজার ৭পিচ ইয়াবাসহ ৩ জনকে আটক করে।
গ্রেফতারকৃরা হলেন জেলার নন্দীগ্রাম থানার ওমরপুর বিষ্ণুপুর এলাকার নাজির হোসেনের ছেলে আইনুল হক (৩০), রংপুর জেলার কাউনিয়া থানার জয় বাংলা বাজারের মৃত নয়া মিয়ার ছেলে মাহাবুব প্রাং (৪৫) বর্তমানে বগুড়া সদরের নারুলি উত্তর পাড়ায় থাকে, বগুড়া সদরের বাদুড়তলা তিব্বতের মোড় এলাকার মৃত বাবলা মিয়ার ছেলে সোহাগ (২৮), মৃত দুলাল হোসেনের ছেলে সোহান হোসেন ওরফে তুহিন (২০)।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী জানান, আসামীদের বিরুদ্ধে বগুড়া সদর ও নন্দীগ্রাম থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।
তিনি আরও জানান আটক সোহাগের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।