ষ্টাফ রিপোর্টার
বগুড়ার শহরতলী বাঘোপাড়ায় বাজারে অগ্নিকান্ডে ৬ টি দোকান ভস্মিভুত হয়েছে, এতে করে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
জানাগেছে, বাঘোপাড়া বাজারে জনৈক আঃ রহিমের ওয়েলডিং এর দোকানে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত হয়। সেখান থেকে আশেপাশের আরো ৬ টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয় লোকজনের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
অগ্নিকান্ডের কারনে ব্যবসায়িদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা দৃষ্টি ২৪. কমকে জানান অগ্নিকান্ডে ৬ টি দোকানের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমান ফায়ার সার্ভিস নির্ধারন করবে।