
নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য এবং করোনা ভাইরাস প্রতিরোধে বাড়ী বাড়ী বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সমাজসেবক পরিমল প্রসাদ রাজ ও ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোহাম্মাদ আলী শান্ত। গতকাল সোমবার শহরের উত্তর ও দক্ষিণ চেলোপাড়া এলাকায় পরিমল প্রসাদ রাজ এর নিজস্ব অর্থায়নে ও সার্বিক ব্যবস্থাপনায় এবং ৬নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে দরিদ্র মানুষের বাড়ীতে পৌছে দিলেন এসব খাদ্য সামগ্রী। ২০৪ পরিবারের প্রতিটি প্যাকেটে চাল, ডাল, তেল, পিয়াজ,আলু রয়েছে। সমাজসেবক পরিমল প্রসাদ রাজ এলাকার প্রতিটি বাড়ী বাড়ী গিয়ে দরিদ্র মানুষের খোঁজ খবর নেন এবং তাদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন
রাজু আহমেদ, শেখর রায়, রুহুল আমিন, সন্জু রায় সহ আরো প্রমূখ।