স্টাফ রিপোর্টার
বগুড়ায় আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ২ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে চোরাই -মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ৭ মামলার আসামি শাজাহানপুর উপজেলার মালিপাড়া এলাকার মৃত আবু কাশেম ওরফে কান্দুর ছেলে জাহিদুল ইসলাম (৩০) এবং গাইবান্ধা সাঘাটা বসন্তেরপাড়া, এ/পি মাহমুদপুর জুমারবাড়ী কৃষি ব্যাংক সংলগ্ন, এলাকার আব্দিুল বারী ওরফে বাকীর ছেলে জাহাঙ্গীর আলম (৪১)।
খান্দার এলাকার ফারুক হোসেনের মোটরসাইকেলটি হারিয়ে যায়।
এরই প্রেক্ষিতে ডিবির ইনচার্জ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি, বগুড়া ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বাদীর এজাহারে উল্লেখিত মোটর সাইকেলটি উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের ২ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে ১নং আসামী জাহিদুল ইসলাম জানায় যে, গত ২৬ ডিসেম্বর ২০২১ সালে সকাল অনুমান সাড়ে ৯টার সময় নন্দীগ্রাম থানাধীন কুন্দারহাট বাজার হতে পলাতক আসামী আবুল কালাম এর সাথে যোগসাজসে বাদীর ব্যবহৃত ওই মোটর সাইকেলটি কৌশলে তালা খুলে চুরি করে, ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এবং মোটরসাইকেলটি গাইবান্ধা জেলার সাঘাটা থানাধীন ২নং আসামীর নিকট বিক্রয় করে।
ওসি ডিবি জানান, আসামীদের গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।