সুমন সরদার
ওষুধ ব্যবসার আড়ালে নিষিদ্ধ ট্যাবলেট ট্যাপেন্টাডল-লোপেন্ডা বিক্রি করত মমিন ফার্মেসীর মালিক মমিনুল ইসলাম মমিন। নিজ ভগ্নীপতীর দোকানের কর্মচারী থেকে বাদ দিয়ে মাত্র ৫ বছরে নিজে ফার্মেসী খুলে রাতারাতি আঙুল ফুলে বটগাছ বনে যান মমিন।
এবার বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ র্যাব-১২’র কাছে হাতেনাতে গ্রেফতার হন মমিন।
শনিবার সাতমাথা এলাকায় বেলা দেড়টার দিকে মেরিনা নদী বাংলা কমপ্লেক্সে মমিন ড্রাগ হাউজ এ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মমিনুল ইসলাম মমিন (৩৪)’র কাছ থেকে ২৯৪০ পিস ট্যাপেন্টাডল-লোপেন্ডা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত মমিন, গাবতলি উপজেলার গজারিয়া এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে।
উল্লেখ্য এর আগেও পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল মমিন। তাঁর কাছ থেকে এসময় মোবাইল ও নগদ টাকাও জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে, র্যাব সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।