বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় নতুন করে আরও ৫জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সদরের বৃন্দাবনপাড়ার ৩ যুবক। তারা ঢাকা ফেরত। শাজাহানপুর গন্ডগ্রামের এক ব্যক্তি, তিনিও ফাকা ফেরত। অপরজন সদরের উপশহর এলাকার একজন স্বাস্থ্যকর্মী। তিনি শাজাহানপুরের করোনায় আক্রান্ত ইমদাদুলের স্ত্রীর আপন বোন। ইমদাদুল, তার স্ত্রী ও ছেলে করোনার রোগী হওয়া সত্ত্বেও তিনি তাদের বাসায় নিয়মিত যাতায়াত করতেন। সংস্পর্শে আসার কারণে তিনিও আক্রান্ত।
এই নিয়ে বগুড়ায় করোনায় আক্রান্ত ২৯ জন। এদের মধ্যে ৬জন সুস্থ হয়ে বাড়ি ফেরেছিলেন। চিকিৎসাধীন রয়েছেন ২৩।
বুধবার (৬মে) রাত ১০টারদিকে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তদের বাড়িঘর এবং আশেপাশের বাড়িঘর লকডাউন করা হয়েছে।
আজ শজিমেক ল্যাবে ১৮৮ টা ফলাফলে বগুড়ার ১৬০(৫টা পজিটিভ), জয়পুরহাটের ২৩(একজন পজিটিভ) গাইবান্ধার ২, সিরাজগঞ্জ ১, কুষ্টিয়া ১, গাজীপুর ১ (সব নেগেটিভ)।