নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় উদ্ধারকৃত ইজিবাইক প্রকৃত মালিকের হাতে তুলে দিল সদর থানা পুলিশ। হারানো ইজিবাইক ফিরে পেয়ে আনন্দে কেঁদে ফেলেন রাজশাহী তানোর মাঝিপাড়া এলাকার মৃত লক্ষ্মণ হালদারের ছেলে সুবাশ হালদার। ইতিমধ্যে সংঘবদ্ধ চোরদের মুল হোতাসহ চক্রের সদস্যদের গ্রেফতার করে তাদেরকে মামলা দিয়ে আদালতের নির্দেশে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
রোববার বিকেলে সদর থানা চত্তরে ইজিবাইকের প্রকৃত মালিক সুবাশ হালদারের কাছে গাড়ি ও চাবি হস্তান্তর করেন এস.আই আলমগীর হোসেন। এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত রেজাউল করিম (রেজা)। উল্লেখ্য গত ৬ জুলাই শহরতলি সাবগ্রাম এলাকা থেকে চোর দম্পতিসহ ইজিবাইক আটক করেছিল নারুলী পুলিশ ফাঁড়ির পুলিশ। পরে তদন্ত করে সংঘবদ্ধ চোরদেরসহ বেশ কিছু ইজিবাইক ও বাইক উদ্ধার করে পুলিশ।