নিজস্ব প্রতিবেদক:
বগুড়ায় ২৪ ঘন্টায় নতুন আরো করে ১৮জন আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্ত ২৯৩ জন।
আজ শুক্রবার রাত পোনে ৯টারদিকে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, ২জন পুলিশ কনস্টেবল ও ৮জন কারারক্ষী রয়েছেন।
শজিমেকে২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮৮টি। এরমধ্যে বগুড়ার ১৮০ টির মধ্যে পজিটিভ ১৮ টি। সিরাজগঞ্জের ৬ টির মধ্যে পজিটিভ ১টি। গাইবান্ধার ২টির মধ্যে পজিটিভ ২টি।
বগুড়ার ১৮ জনের মধ্যে সদরে ১৫ জন, শাজাহানপুর, সারিয়াকান্দি ও দুপচাঁচিয়ায় ১জন করে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত- ২৯৩জন। সুস্থ হয়েছেন ১৯জন।