স্টাফ রিপোর্টার:
বগুড়ায় জেলা পুলিশের শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা হিসেবে সম্মাননা স্মারক পেলেন শাজাহানপুর থানার উপ পরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রি বর্মা।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বগুড়া’র পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং ডে -২০২০ এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এই সম্মামনা পুরস্কার দেন।
“মুজিব বর্ষের মূলমন্ত্র – কমিউনিটি পুলিশিং সর্বত্র” এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় জেলা পুলিশ এবং কমিউনিটি পুলিশিং ফোরাম,জেলা কমিটির উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে ২০২০ উদযাপিত হয়।
জেলা পুলিশ এবং কমিউনিটি পুলিশিং ফোরাম জেলা কমিটির উদ্যোগে জেলা কমিটির আহবায়ক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, বগুড়া প্রেসক্লাবের মাহমুদুল আলম নয়ন, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সিআইপি মাসুদুর রহমান মিলন, বগুড়া সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান প্রধান শিক্ষক রাবেয়া খাতুুন, বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিউনিটি পুলিশিং ফোরাম জেলা কমিটির সদস্য সচিব শাহাদৎ আলম ঝুনু।
বিশেষ অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্রী মৌমণি,শিবগঞ্জ পৌরসভার মেয়র তৌহিদুর রহমান মানিক,জামিল মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা নাজমুল হক।
সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অবদান রাখার জন্য সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি সাকলায়েন বিটুল এবং শাজাহানপুর থানার এসআই ডেভিড হিমাদ্রি বর্মাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সকল থানার অফিসার ইনচার্জ এবং কমিউনিটি পুলিশিং জেলা ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জনসাধারণকে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে সম্পৃক্ত করে ” পুলিশই জনতা, জনতাই পুলিশ” এ মূলমন্ত্র কে পেশাদারিত্বের উৎকর্ষতায় সমাজে অপরাধ নিবারণে অনবদ্য অবদানের কাজের স্বীকৃতি স্বরূপ জনাব ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ কর্তৃক এই স্মারক।