আমিন ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি:
বগুড়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা আরিফুজ্জামান রনি এবং তার স্ত্রী শিফা জামান।
রবিবার দুপুরে তার পজিটিভ রিপোর্ট পাওয়ার খবর নিশ্চিত করেন আরিফুজ্জামান রনি নিজেই।
দেশে করোনার দাপটের শুরু থেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আরিফুজ্জামান রনি। তিনি তার এলাকায় করোনা প্রাদুর্ভাবের শুরু থেকেই সচেতনতার লক্ষে মাঠে মেনে কাজ করেছেন।
এখন নিজেই সংক্রামিত হয়েছেন এই সমাজ সেবক।
আরিফুজ্জামান রনি জানিয়েছেন,’গত সপ্তাহ থেকে অসুস্থবোধ করছিলাম। জ্বর, গা ব্যথা ছিল।
শনিবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ রবিবার দুপুরেই রেজাল্ট পেয়েছি। পজিটিভ এসেছে, এখন বাড়িতে আলাদা ঘরে আছি। মানুষের কষ্ট দেখে এগিয়ে গিয়েছিলাম। আক্রান্ত হলেও আমার কোনো আফসোস নেই।’
তিনি সকলের দোয়া কামনা করেছেন।