বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় করোনা আক্রান্তে এক নারীসহ ৪জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছে ৮৪ জন।
আজ বুধবার দুপুরে জেলার সিভিল সার্জন অফিস এতথ্য নিশ্চিত করেছেন।
আক্রান্তে মারা যাওয়ায় ব্যক্তিরা হলেন, নওগাঁর রানীনগর উপজেলার চাঁপাপুর ধুপকুন্দি গ্রামের বাসিন্দা মনসুর রহমান(৫৫), বগুড়া জেলার কাহালু উপজেলা বাজার এলাকার নাঈমা আফরোজ(৬৫), নওগাঁর রানীনগরের কাশিমপুর এলাকার আব্দুস সাত্তার(৬৫) এবং শেরপুর সদর এলাকার জিন্না আলী(৬০)। এদের মধ্যে জিন্না আলী টিএমএসএস হাসপাতালে এবং বাকি ৩জন শজিমেকে মারা গেছেন।
আর বগুড়ায় নতুন করে আরও ৮৪জন করোনায় শনাক্ত। এদের মধ্যে পুরুষ- ৬৪জন, নারী- ১৬জন, শিশু- ৪জন।
নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত- ৪৩১১ মোট সুস্থ- ২৩১১ (নতুন ২০৯), মোট মৃত্যু- ৮৫ জন। চিকিৎসাধীন আছেন ১৮৩০ জন।